pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

১৪তম বর্ষে একমাত্র কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ’

১৪তম বর্ষে একমাত্র কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ’

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী:

১৩ তম বর্ষপূর্তি ও ১৪ তম বর্ষে পদার্পণ করলো সিলেট বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার’।

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী, ব্র্যাকের উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও স্টেশন হিসেবে মৌলভীবাজার জেলায় ‘রেডিও পল্লীকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০১২ সালে। বর্তমানে সিলেট বিভাগের ৩টি জেলার ১১টি উপজেলার মানুষ শুনতে পান রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠানমালা।

আঞ্চলিক ভাষায় নানা গুরুত্বপূর্ণ ঘোষণা, বিভিন্ন ধরনের তথ্যমূলক অনুষ্ঠান প্রচার, সচেতনতামূলক বার্তা, সরকারি নির্দেশনা প্রচারসহ নানা কর্মসূচির মাধ্যমে রেডিও পল্লীকণ্ঠ ভরসা ও বিনোদনের মাধ্যম হিসেবে আপন হয়ে উঠেছে মৌলভীবাজারের মানুষের কাছে।

রেডিওর লাইভ গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিংবা সরাসরি টকশোতে অর্থাৎ স্থানীয় সব বিষয়ে প্রচার প্রক্রিয়ায় এসএমএস ও ফোনকলের মাধ্যমে জনগণ সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয় যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ রেডিওর মাধ্যমে জনগণ পেয়ে থাকেন।

কমিউনিটি রেডিও’র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ। রেডিও পল্লীকণ্ঠে স্থানীয় কৃষক তার কৃষির কথা বলতে পারছে, একজন নারী তার সফলতার গল্প বলতে পারছেন, কবি তার লেখা কবিতা পাঠ করতে পারছেন।

স্থানীয় ভাষায় সম্প্রচার করছে পিএসএ (পাবলিক সার্ভিস এনাউচমেন্ট), রেডিও নাটক, গান ইত্যাদি। বর্তমানে সারাদেশে ১৯টি কমিউনিটি রেডিও তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles