স্টাফ রিপোর্টার এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যেবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে৷
আজ দীঘিলালা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তিনদিনব্যাপি খেলায় উপজেলার ০৫ ইউনিয়নের থেকে বাছাই করা পাঁচটি কাবাডি দল অংশগ্রহণ করে।
সকালে তারুন্যের উৎসব কাবাডি খেলার উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। এ সময় তিনি বলেন,‘তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ঐতিয্যেবাহী কাবাডি খেলা আয়োজনে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। হারিয়ে যাওয়া খেলাধুলাকে পূনর্জীবিত করতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা প্রাচীনকাল থেকেই আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। খেলাধুলা মানুষের স্বাভাবিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ। খেলা ধুলা সমাজে মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে সরে রাখে।‘
অন্যান্যদের মধ্যে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, দীঘিনালা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মারুফ খাঁনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলেক্ট্রনিক ও মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময়/