pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) থেকে হাবিবুর রহমানঃ 

কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার মডেল মসজিদের সভাকক্ষে, উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, চিলমারী ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুরুন্নবী মিয়া, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার স্টাফ রিপোর্টার ফাহমিদুল হক বুলেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে মঞ্জু মিয়া, রিয়াজুল হক, আছিয়া বেওয়া, মমেনা বেওয়া, অনিল চন্দ্র ও দিপু চন্দ্র বলেন, হামরা অনেকদিন আগত কম্বল পাচলেং তখন থাকি হামার গুলেগ আর কাইও কম্বল দেয় নাই।

তোমরা গুলে হামার গুলেক কম্বল দিলেন, আল্লাহ তোমার গুলের ভাল করবে বলে জানান তারা।

এসময়/ 

admin
Author: admin

Related Articles