pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

জয়পুরহাটে ৩ দিনব্যাপী আদিবাসী ছাত্র-ছাত্রী শিক্ষা সম্মেলন

জয়পুরহাটে ৩ দিনব্যাপী আদিবাসী ছাত্র-ছাত্রী শিক্ষা সম্মেলন

জয়পুরহাট থেকে মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ 

আদিবাসী জনগোষ্ঠীকে জাতীয় মুল ধারায় সম্পৃক্ত করার লক্ষে জয়পুরহাটে ৩ দিনব্যাপী আদিবাসী ছাত্র-ছাত্রী শিক্ষা সম্মেলন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পালী আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের করা হয়।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘ জেলা শাখা ও শিক্ষা সম্মেলন কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বাংলাদেশ আদিবাসী সংঘ জেলা শাখার সভাপতি রতন কুমার সিংয়ের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, ভাদসা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বাংলাদেশ আদিবাসী সংঘ জেলা শাখার উপদেষ্টা কার্তিক চন্দ্র সিং, বাচ্চু চন্দ্র মাহাতো, সাধারণ সম্পাদক সতিশ চন্দ্র পাহান, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘ জেলা শাখার সভাপতি রাজিব সিং, সাধারণ সম্পাদক রাজকুমার সিং, আদিবাসী নেতা দিলিপ সিং প্রমুখ।

এসময়/ 

admin
Author: admin

Related Articles