pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

শ্রীমঙ্গল পাহাড় কেটে বালু নেওয়ার পথে অবৈধ ব্যবসায়ী গ্রেফতার

শ্রীমঙ্গল পাহাড় কেটে বালু নেওয়ার পথে অবৈধ ব্যবসায়ী গ্রেফতার

কমলগঞ্জ মৌলভীবাজার থেকে অন্তর মিয়াঃ 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গত ৭ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ শ্রীমঙ্গল থানার এসআই নিরস্ত্র তপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে শমশেরগঞ্জ টু ভূনবীর গামী রাস্তায় চেকপোস্ট  করাকালে একটি তিন টনি ট্রাকে অবৈধ ভাবে টিলা, পাহাড় কেটে বালু নিয়ে যাওয়ার সময় অবৈধ বালু ব্যবসায়ী শাহনুর মিয়া (৩৫), পিতা-আনোয়ার মিয়া, সাং- বিন্নিগ্রাম, ৪নং আপার কাগাবালা ইউপি, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজারকে আটক করেন।

এসময় আসামীর হেফাজত হতে একটি তিন টনি ট্রাক এবং ট্রাকে রক্ষিত আনুমানিক ২০০ ঘনফুট বালু উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামী টিলা, পাহাড় কেটে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles