স্টাফ রিপোর্টার এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার তিন মেধাবী শিক্ষার্থী দেশ সেরা মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়ে পুরো লক্ষীছড়ি উপজেলায় বইছে উৎসবে আনন্দের জোয়ার। তাদের সাফল্যে গর্বিত তাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান এবং লক্ষীছড়ি উপজেলার এলাকাবাসী।
বিশেষ সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৪ ইং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার ১৯ জানুয়ারী ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের পর, লক্ষীছড়ি উপজেলা থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন নেপোলিয়ন চাকমা ।
সে সদর উপজেলার বেলতলী পাড়ার বাসিন্দা এবং লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী সঞ্জিত চাকমার পুত্র। নেপোলিয়ন টেস্ট স্কোর ৭৫.৭৫ এবং মেরিট পজিশন ৩৬১৭ পেয়ে কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
এসাচিং চৌধুরী দুল্যাতলী ইউনিয়নের দুল্যাতলী পাড়ার বাসিন্দা এবং লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মংসাথৈ চৌধুরীর কন্যা। এসাচিং টেস্ট স্কোর ৬৩.৭৫ এবং মেরিট পজিশন ১৬০৮৫ অর্জন করে রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
রিপন চাকমা সদর উপজেলার বান্দরকাটা এলাকার বাসিন্দা। তিনি টেস্ট স্কোর ৮২.২৫ এবং মেরিট পজিশন ৪০১২ অর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
তাদের এই অসাধারণ সাফল্যে আনন্দিত তাদের পরিবার এবং গর্বিত পুরো লক্ষ্মীছড়িবাসী।
লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “তারা আমাদের সূর্য সন্তান। তাদের সাফল্য আমাদের গর্বিত করেছে। তারা প্রমাণ করেছে, লক্ষ্মীছড়ি থেকে উঠে এসেও বড় স্বপ্ন পূরণ সম্ভব। তাদের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্তস্বরূপ।”
এই তিন মেধাবী শিক্ষার্থীর সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো লক্ষ্মীছড়ি উপজেলার জন্য গৌরবের বিষয়। তাদের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং লক্ষ্মীছড়ির শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
লক্ষ্মীছড়িবাসী তাদের জন্য গর্বিত এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সর্বোচ্চ উন্নতির সাফল্য কামনা করছেন।
এসময়/