কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকঃ
কুড়িগ্রামে পৃথক এলাকায় ব্রীজের নীচ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার ও ট্রলির চাপায় সোহাগ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওই দুই জন নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন লোক গোসল করতে এসে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ ভাসতে দেখে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মহদেহ দু’টি দেখতে শতশত মানুষ ব্রিজের নিচে জমা হতে থাকে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতক দুটির মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই কন্যা শিশু । হয়তো দুজন জমজ সন্তান হবে।
তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, ‘মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে জেলার ফুলবাড়ী উপজেলায় বালু ভর্তি ট্রলির চাপায় সোহাগ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে দুঘর্টনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের পাশে থাকা অবস্থায় শিশুটিকে চাপা দেন বালু ভর্তি ট্রলিটি। পরে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় শিশুটি উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু সোহাগ ওই এলাকার বিপ্লব মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। তিনি জানান তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এসময়/