pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

মোড়েলগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মোড়েলগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মোঃ ফিরোজ আহমেদঃ 

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সঙ্ঘাবদ্ধ ডাকাত দল ইতালি প্রবাসী মোঃ রুবেল শেখের বাড়িতে ডাকাতি করে। মঙ্গলবার রাত পৌনে তিনটার সময় এ ঘটনা ঘটে। ঘটনার সময়  রুবেলের মা মহিমা বেগম (৫৫) ও তার বোনের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম আক্তার (১৩) বাড়িতে ছিলেন।

তারা জানান, গভীর রাতে হঠাৎ পিছনের দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় মহিমা বেগমের। ঘুম থেকে উঠে দেখেন ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করছে। তারা ধারালো অস্ত্র হাতে নিয়ে বাড়ির সকল সদস্যের হাত, পা ও চোখ বেঁধে ফেলে এবং গলায় ছুরি ধরে চুপ থাকতে বলে।

ডাকাত দলটি জালানার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তাদের মুখ বিভিন্ন কাপড় দিয়ে ঢাকা ছিল। তবে ডাকাত দলের সবাই অপেক্ষাকৃত অল্প বয়সী ছিল বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ডাকাতরা প্রায় এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে তাণ্ডব চালায়। এ সময় তারা নগদ ৬ লাখ টাকা ১৭ ভরি স্বর্ণালংকার দুটি বিদেশি কম্বল ও দুটি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নেয়।

ভুক্তভোগীরা জানান ডাকাতরা তাদের উপর শারীরিক নির্যাতন ও চালায় এবং প্রান নাশের হুমকি দিয়েছে।

সকালে বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

ভুক্তভোগী পরিবারের সন্দেহ প্রকাশ করে বলেন, ডাকাতরা প্রথমেই ৬ লাখ টাকার বিষয়ে জানতে চায়। যা ইঙ্গিত করে যে তারা হয়তো আগে থেকেই বাড়িতে টাকার অবস্থান নিশ্চিত করে ডাকাতি সংগঠিত করেন ।

এ বিষয়ে মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল হাসান ডাকাতির কথা নিশ্চিত করে বলেন, বাড়ির আশপাশে কোন ঘর বা বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বিঘ্নে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং বলেছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসময়/ 

admin
Author: admin

Related Articles