pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি-ভাঙচুরের ঘটনায় মানববন্ধন

জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি-ভাঙচুরের ঘটনায় মানববন্ধন

জয়পুরহাট থেকে মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা নিয়ে আপত্তি ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় মানববন্ধন করেছে জেলার নারী পুরুষ খেলোয়াড় ও বিএনপির নেতা কর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় বিশাল চত্বরে জয়পুরহাট জেলা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় নারী পুরুষ খেলোয়াড়সহ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়েছেন।

এমনকি ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে।

এ নিয়ে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করে ও অন্য চারজনকে সদস্য করা ততন্ত কমিটি গঠন করেছে।

তারা হলেন- আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান ও আক্কেলপুরের ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।

এসময়/ 

admin
Author: admin

Related Articles