কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকঃ
কুড়িগ্রামের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার সদর ইউনিয়নের কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনাটি ঘটে।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে সদর্পে পুলিশের সামন দিয়ে চলে গেছে এমন অভিযোগ এলাকাবাসী।
ডাকাতির এঘটনা নিশ্চিত করেছেন, চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাহেদ খান।
নৌকার মাঝি ও এলাকাবাসী সূত্রে বলে জানা গেছে, আজ রবিবার বেলা ১২টার দিকে এলাকার কড়াইবরিশাল খেয়াঘাটের নিকটবর্তী দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা করে। ডাকাতির শিকার নৌকা দু’টি রাজিবপুরের কোদালকাটি ও পাখিউড়া থেকে চিলমারীর উদ্দেশে আসছিল। এসময় যাত্রী নেওয়ার জন্য কড়াইবরিশাল খেয়াঘাটে ভিড়লে সেখানেই আক্রমণ করে সশস্ত্র ডাকাতদল। ১০ থেকে ১৫ জনের ডাকাত দল প্রথমে
গুলি ছুঁড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ডাকাতি করে নিয়ে চলে যায়।
এসময় খেয়াঘাটে একটি নৌকায় থাকা চিলমারী থানা পুলিশের কয়েকজন সদস্য থাকলেও তাদের সামনে দিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সদস্যরা নির্বিকার ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা।
নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, ‘ঘাটে গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। ওদের নৌকায় ডাকাতি করতে আইসা আমার নৌকাতেও ডাকাতি করে। আমার নৌকার যাত্রীদের সব টাকা লুট করে নিয়ে গেছে। পাশে পোশাক কয়েকজন পুলিশ ছিল। তারা কেউ এগিয়ে আসে নাই।’
চিলমারী থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মোশাহেদ খান জানান, ডাকাতির বিষয়টি জেনেছি। এলাকা পরিদর্শন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময়/