মোঃ আব্দুল্লাহ আল মামুনঃ
আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২৫’। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘চট্টলশিখা’র মোড়ক উšে§াচনসহ সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘চট্টগ্রাম সমিতি পদক’ প্রদান করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার লোকের সমাগমে মুখর হয়ে ওঠে কলেজের আঙিনা। শুধু চট্টগ্রামের বাসিন্দা নন, বিভিন্ন জেলার লোকও অতিথি হিসেবে মেজবানে অংশ নেন।
শতবছরের অধিক পুরোনো চট্টগ্রাম সমিতি ঢাকা চট্টগ্রামবাসীর ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দু’বছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে থাকে। চেনা জানা পরিচিতি অনেকের সঙ্গে দেখা-সাক্ষাত হয়।
নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলেন পরস্পরের সঙ্গে। এ যেন ঢাকার বুকে একখণ্ড চট্টগ্রাম। সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন মেজবান কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন চৌধুরী।
চট্টগ্রাম সমিতি পদকপ্রাপ্ত ৫ জন হলেন- চিকিৎসা ক্ষেত্রে অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ, শিল্প ও উন্নয়নে বিএসআরএম গ্র“পের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, সমাজসেবায় মরহুম শাহসুফী মাওলানা আব্দুল জব্বার (মরণোত্তর), চট্টগ্রাম সমিতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ লায়লা সিদ্দিকী এবং পরিবেশ উন্নয়নে অবদানের জন্য মুকিত মজুমদার বাবুকে সম্মাননা পদক প্রদান করা হয়।
এসময়/