pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

ফ্যাসিস্টদের কবল থেকে প্রকৃত লিজ হোল্ডারকে দখল বুঝিয়ে দিতে বদ্ধপরিকর দিঘলিয়া এসিল্যান্ড

ফ্যাসিস্টদের কবল থেকে প্রকৃত লিজ হোল্ডারকে দখল বুঝিয়ে দিতে বদ্ধপরিকর দিঘলিয়া এসিল্যান্ড

নিজস্ব প্রতিনিধিঃ

১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামীলীগ পন্থী দখলবাজ নেতাদের হাত থেকে সরকারি জমি সঠিক প্রকৃত হোল্ডারের নামে ডি,সি,আর এবং দখল হস্তান্তরের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে খুলনার দিঘলিয়া উপজেলার এসিল্যান্ড দেবাংশু বিশ্বাস এর ঐকান্তিক প্রচেষ্টা ও গ্রহণ করা বাস্তবমূখী পদক্ষেপ।

জানা গেছে তিনি প্রকৃত লিজ হোল্ডারকে সরকারি ভিপি ইজারা ৪২/৭৬-৭৭ নং লিজ কেসে ১৩৪ শতাংশ জমি যাহা, দিঘলিয়া মৌজায় এস এ ২০৩ নং দাগে ১৪ শতাংশ ও মহেশ্বরপুর মৌজায় এস এ ৪৪৪, ৪৩১, ৫০৩ ও ৫০০ নং দাগে মোট ১২০ শতাংশ জমি আওয়ামীলীগ দোসরদের কাছ থেকে উদ্ধার করে সরকারি সার্ভেয়ার দ্বারা জমির সীমানা পরিমাপ করে লাল ফ্লাগ প্রতিস্থাপন করতঃ ১৩৪ শতাংশ জমি তাকে বুঝিয়ে দিবেন বলে আশ্বস্ত করেছেন।

পতিত ফ্যাসিস্ট আওয়ামী ভূমি দস্যু সনাতন ধর্মালম্বীদের কবল থেকে তিনি উক্ত জমি সরকারি স্বার্থ রক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে সনাতন ধর্মালম্বী আওয়ামী লীগ নেতাদের নিকট হইতে দখল হস্তান্তর করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিয়েছেন এবং তাকে জমির লিজ মানি পরিশোধ করার সুযোগ প্রদান করবেন বলেও আশ্বস্ত করেছেন।

এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক দিঘলিয়ার সহকারি কমিশনার ভূমি এর সরকারি জমি উদ্ধার ও সরকারি রাজস্ব আদায়ের জন্য গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারাও তার সেবায় মুগ্ধ। অনেকের সাথে আলাপকালে জানা গেছে, দেবাংশু বিশ্বাস একজন সৎ, বিনয়ী নিরহংকার অফিসার। তার কাছে যে কোনো সেবা প্রার্থী নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। তাছাড়াও তার আচার ব্যবহারেও আমরা মুগ্ধ।

তিনি জনগণের সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এসময়/ 

admin
Author: admin

Related Articles