pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে পরিত্রাণ ও আটককৃত’র জামিনের দাবীতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে পরিত্রাণ ও আটককৃত’র জামিনের দাবীতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল থেকে মৌসুমী নিলুঃ 

নড়াইলে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক হত্যা মামলা থেকে পরিত্রাণ পেতে ও আটককৃত আলমকে জামিন দেওয়ার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলার শেখাহাটি ইউনিয়নের শেখ পাড়ার সড়কে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন,শওকত আলী খান,অলিয়ার রহমান ,সালাম শেখ, রাজু,নাসিমা খাতুন, মোমেনা বেগম,আসমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন ২০২৩ সালের আগস্ট মাসের ১৬ তারিখে দেবভোগ মাঠে পাটকাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

একই দিনে মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের গুচ্ছগ্রামের সড়কে রাধা বল্লবের জামাই প্রকাশ হালদারের ইজি ভ্যান ও আলমের ইজিবাইকে ইমনের চালানোর সময়ে এক্সিডেন্ট হয়ে রাধা বল্লব (৭৮) রাস্তার পাশে পানি থাকা জমিতে পড়ে মাথা ডুবে আহত হয়। পরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এটাকে পুঁজি করে এলাকার গ্রাম্য দলীয় গ্রুপিংয়ের কারণে আমাদের ফাঁসানোর জন্য দেবভোগ গ্রামের দুর্লভ বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস বাদী হয়ে ১৮,০৮,২০২৩ তারিখে ষড়যন্ত্র করে তিন গ্রামের ১৮জনকে আসামি করে সদর থানায় মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়। মিথ্যা মামলায় দুই বছর যাবত জেলা কারাগারে থাকা আলম শেখ জামিন পাচ্ছে না।

পরে পুলিশ তদন্ত করে ১০ জনের নাম বাদ দিয়ে ৮ জনের নামে চার্জশিট দেয়। পরে সুফল বিশ্বাস আবার নারাজি দেয়।

মোমেনা বেগম আরো বলেন,আমার ২ বেটার বউ পেগনেট অবস্থায় বাবার বাড়ি মনিরামপুর ও অভয়নগরে থাকে। তারপরও তাদের আসামি করে করেছে।

তাই সুস্থ তদন্ত করে আমাদের মিথ্যা ভাবে ফাঁসানোর বিচার চাই এবং জেলে থাকা আলমের জামিনে মুক্তি চাই।

চার্জশিট দেওয়া এসআই নরোত্তম বিশ্বাস জানান, আমরা তদন্ত করে যেটার সত্যতা পেয়েছি সেটাই জমা দিয়েছি। বর্তমানে মামলাটি পিবিআই তদন্তাধীন আছে।

নারাজি ও মামলার বিষয়ে বাদী সুফল বিশ্বাস বলেন,প্রকৃত আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেয়া হয়েছে সে কারণে নারাজি দিয়ে দিয়েছি। মিথ্যা না সঠিক মামলা করেছি।

এসময়/ 

admin
Author: admin

Related Articles