pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নর‌সিংদী‌র শিবপুরে কাপড় ব্যবসায়ী খুন

নর‌সিংদী‌র শিবপুরে কাপড় ব্যবসায়ী খুন

নরসিংদী থেকে মোঃ কামাল হোসেন প্রধানঃ 

নরসিংদীতে দিন দিন খুন , জখম, অপহরণ এবং সন্ত্রাসী‌দের দৌড়াত্মের কারণে নিরাপদে নেই কেউ।বা‌ড়ি থে‌কে প‌রিবারের মুখ দে‌খে বের হ‌লে পুন:রায় বা‌ড়ি ফেরার নিশ্চয়তা নেই কারো।

নরসিংদীর শিবপুরে কাপড় ব‌্যবসায়ী ক‌বির হত‌্যাকা‌ন্ডের খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে বাজা‌রের ব‌্যবসায়ীরা মানববন্ধন ক‌রে‌ছেন ও প্রশাসন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার কর‌তে না পার‌লে ধর্মঘ‌টের ডাক দি‌বেন ব‌্যবসায়ীগণ।

১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং বুধবার সকাল ৭ টার দিকে শিবপুর- জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে শিবপুর বাজারে কাপড় ব্যবসায়ী কবির হোসেন ( ৩৫) নামে এক ব্যক্তির উদ্ধার করেন শিবপুর মডেল থানার পুলিশ।

নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

শিবপুর মডেল থানার অফিসার আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৮/২/২৫ ইং মঙ্গলবার রাত ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে বাড়িতে মোটরসাইকেলে রওয়ানা দেন।

মোবাইল ফোনে দুইজনে কথা বলার সময় বুঝতে পারেন যে,সে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কবির।

পরে অপর প্রান্তের ব্যক্তি কবিরের বাড়ীতে খবর দিলে স্বজন প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন।

সারারাত পরিবারের লোকজন ও পুলিশ তাকে বহু খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি ব্যবসায়ী কবিরের ।

বুধবার সকালে ব্রিজের নিচ তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন নিহত কবির ছিনতাইয়ের কবলে পড়ে খুন হয়েছেন। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আমরা এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করতে পারিনি।

এসময়/ 

admin
Author: admin

Related Articles