কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকঃ
কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগ সদস্য রুহুল আমিন দুলালের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।
বুধবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রুহুল আমিন দুলালের বাসভবনে এই অভিযান চালায় যৌথ বাহিনী। ২ ঘন্টার এই অভিযানে ওই নেতাকে খুঁজে না পেয়ে ফিরে যান আইনশৃঙ্খলা বাহিনী।
তবে আওয়ামীলীগ নেতা দুলাল আগেই টের পেয়ে ছটকে পড়েছেন বলে অনেকের ধারণা।
যৌথবাহিনী চলে যাওয়ার পর ভবনের ফটকে আসেন দুলালের স্ত্রী ইমি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ ভবনে অবস্থান করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তারা দাবি করেছে, তাদের কাছে খবর আছে আমার স্বামী বাড়িতে আছেন। আমি বলেছি তিনি নেই। কোথায় আছেন তাও জানি না। কিন্তু তারপরও তল্লাশি শেষে তারা বাসার সিসিই ক্যামেরার ফুটেজ যাচাই করেছেন। এতে দীর্ঘ সময় লেগেছে।’
এ বিষয়ে অভিযানে আসা সেনা ও পুলিশ সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।