ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেটসহ আটক-১১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেটসহ আটক-১১ ছবির ক্যাপশন: বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেটসহ আটক-১১ (ইনসেটে উদ্ধারকৃত অস্ত্র ও বুলেট)
ad728
বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১। 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে জেলা ডিবি পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বুলেট সহ ১১জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল মোল্লাহাট আবুল খায়ের সেতু এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে ঢাকা মেট্রো চ-১৫-৬৭৭০ নাম্বারের মাইক্রোবাস তল্লাশি করে ৪টি বিদেশী পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় মাইক্রোতে থাকা ১১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান বিস্তারিত তদন্ত করে আগামী দিন আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করা হবে। 
এসময়/ 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২

যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২