সম্মানী আত্মসাতের প্রতিবাদে সাংবাদিকের ওপর হামলা, উল্টো জিডি!
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানীর টাকা আত্মসাতের প্রতিবাদ করায় স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার পর উল্টো তার বিরুদ্ধেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযুক্তরা।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা মোড় সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন সরদারের ঘনিষ্ঠ ও চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত বলে পরিচিত সাংবাদিক নামধারী নাছির উদ্দীন, লিংকন ও তাদের সহযোগীরা এই হামলায় অংশ নেয়।
সাংবাদিক রোমান বলেন, বিএনপির একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সম্মানী দিতে গেলে নাছির ও লিংকন সেটি আত্মসাৎ করতে চায়। তিনি প্রতিবাদ করলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের বলেন, "আমি现场ে গিয়ে দেখি রোমানকে মারধর করছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করি। হুমকির অভিযোগ ভিত্তিহীন।"
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোঃ মোক্তার হোসেন জানান, “একটি পক্ষ হুমকির অভিযোগে জিডি করতে চাচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এসময়/