স্টাফ রিপোর্টার ॥
আইনশৃঙ্খলা বাহিনীর হারানো বা লুট হওয়া অস্ত্র উদ্ধার কিংবা এর সঠিক তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১০ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। উপদেষ্টা বলেন, “আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে আমরা একটি উদ্যোগ নিয়েছি। একটি পুরস্কারের ঘোষণা করেছি। হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা দ্রুতই আলোচনা করে গণমাধ্যমকে জানানো হবে। যে ব্যক্তি খবর দিতে পারবে, সে পুরস্কার পাবে।”
তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। আগে সমাজে কোনো খারাপ ঘটনা ঘটলে মানুষ ঝাঁপিয়ে পড়তো প্রতিরোধে, কিন্তু এখন সেই প্রবণতা অনেক কমে গেছে। এখন অনেকেই শুধু ভিডিও করে, কিন্তু প্রতিরোধ করে না। অথচ অপরাধ প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব।”
তিনি গাজীপুরের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে বলেন, “এ ধরনের ঘটনা সমাজে কেউ কল্পনাও করতে পারে না। তবে ঘটনাটিতে যারা জড়িত, তাদের বেশিরভাগকে আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু যে জীবনটা হারিয়ে গেছে, তার ক্ষতিপূরণ আর সম্ভব নয়। আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, তাহলেই এ ধরনের ঘটনা কিছুটা হলেও কমে আসবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা।