প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
বেকারত্ব বাড়ায় দেশে অপরাধের গতি উদ্বেগজনক হারে বৃদ্ধি।

বেকারত্ব বাড়ায় দেশে অপরাধের গতি উদ্বেগজনক হারে বৃদ্ধি।
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
দেশে কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক মন্দার কারণে বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশের বেকারের সংখ্যা প্রায় ৩৫ লাখ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন কর্মহীন থেকে অনেক যুবক হতাশায় ভুগে অপরাধের পথে ঝুঁকছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, মানবপাচার ও সাইবার অপরাধের মামলার সংখ্যা প্রায় ১৮% বেড়েছে। বিশেষ করে নগর এলাকায় এই প্রবণতা তুলনামূলক বেশি। পুলিশের এক কর্মকর্তা জানান, “বেকারত্ব ও দারিদ্র্য অপরাধের অন্যতম কারণ। কর্মসংস্থানের সুযোগ তৈরি ছাড়া অপরাধ কমানো কঠিন।”
অর্থনীতিবিদ ড. কামরুল হাসান বলেন, “যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। অন্যথায় সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।”
বিশেষজ্ঞরা মনে করেন, সরকার, বেসরকারি খাত ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বেকারত্ব হ্রাস ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ সম্ভব।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY