মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ — অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাসের অপব্যবহার রোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। গত বুধবার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জয়দেবপুর, সাভার, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় একযোগে এসব অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ ও বিক্রয় বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে একাধিক গ্রাহকের অনুমোদনবিহীন অতিরিক্ত চুলা ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুধু ফতুল্লা ও মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ৬০টি ডাবল চুলার সংযোগ এবং একটি অজ্ঞাত রাইজার বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া মুন্সিগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১০ ফুট পাইপলাইন জব্দ করা হয়। নরসিংদীতে ৫টি অবৈধ চুন কারখানার ২২টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ১,০০০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।
টাঙ্গাইলে ১৯১টি অবৈধ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জয়দেবপুর ও টঙ্গীতে ৫৫০টি বাড়ির ৬০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন ও ৩৫০ ফুট পাইপ জব্দ করা হয়।
সাভার ও আশুলিয়ায় পরিচালিত খেলাপি গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং ১০ লাখ ১২ হাজার টাকা বকেয়া আদায় করা হয়। একইসঙ্গে অতিরিক্ত ২৮১টি চুলার বিপরীতে ৪০ লাখ টাকারও বেশি জরিমানা আদায়যোগ্য হয়।
ঢাকার কামরাঙ্গীরচরে অবৈধ সার্ভিস লাইন অপসারণের পাশাপাশি ৪টি কারখানার বাণিজ্যিক গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাস জানায়, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৬৫,১৯৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ১,২৩,৮৯০টি বার্নার অপসারণ এবং ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন জব্দ করা হয়েছে।