প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2025 ইং
কোদালিয়া যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোদালিয়া যুব সমাজের নেতারা জানিয়েছেন, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে। তাঁরা মাদকবিরোধী এই কার্যক্রমে স্থানীয় জনগণ, বিশেষ করে মুরুব্বিদের সহযোগিতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন।
স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের জনসচেতনতা ও অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে। যুব সমাজের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোদালিয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY