প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার ও আবু তাহের,পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,জেলা আইনজীবি ফোরামের সদস্য সচিব এ্যাড: নাজমুল ইসলাম জনি।
এসময় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন ও সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,যুব দল নেতা নয়ন প্রধান, আনিছুর রহমান আনিস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির,সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম দোয়া করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY