কুমিল্লা থেকে মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:
শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি।
প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে বলেন, "হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।"
পরে আয়োজকরা শহরের বিভিন্ন প্রধান সড়ক ও এলাকায় একটি আনন্দ র্যালী বের করেন, যা শহরের মানুষদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়। র্যালীতে শিশুরা রঙিন পোশাক এবং মুখোশ নিয়ে অংশ নেয় এবং স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় সহিষ্ণুতা ও ঐক্যের বার্তা তুলে ধরে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা এই আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেন।
শহরের মানুষ এবং অংশগ্রহণকারীরা জানান, জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।