মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা : জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ রবিবার (১৭ আগস্ট) চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সকালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শুনানির শুরুতেই আদালতে হাজির করা হয় মামলার অন্যতম আসামি ও বর্তমানে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।
এর আগে গত ৬ আগস্ট তৃতীয় দিনের শুনানিতে প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু ও একেএম মঈনুল হক আদালতে জবানবন্দি দেন। এখন পর্যন্ত এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যেখানে প্রত্যেকেই অভিযুক্ত তিনজনের বিচারের দাবি জানিয়েছেন।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দমনপীড়ন, গুলি চালানো এবং গণগ্রেপ্তারের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়, যার নেতৃত্ব ও দায়ভার ছিল তাদের ওপর।
অন্যদিকে আজ সকালে রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ায় দায়ের করা আরও তিনটি মামলার ১৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এসব মামলার শুনানি একই ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
ট্রাইব্যুনালে আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষ সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করে অভিযুক্তদের অপরাধ প্রমাণে অটল অবস্থান জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের বক্তব্যকে অবিশ্বাস্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার পরবর্তী তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল।