জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত।
গাজীপুর প্রতিনিধি শামীম শাহরিয়ার:
১৬ আগস্ট, শনিবার বিকাল ৪ টায় গাজীপুরের কালীগঞ্জ সাংবাদিক ক্লাব কার্যালয়ে জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ্কেকরার পাশাপাশি সমাজের অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা যেমন— মাদক,
সন্ত্রাস, চাঁদাবাজি,
ইভটিজিং ইত্যাদি বিষয়ে
তথ্যানুসন্ধানে সবাকে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কালিগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন, নবগঠিত গাজীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হযরত আলী আকন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ার, সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আদিল, সিনিয়র সাংবাদিক মোঃ বিলাল হোসেন, প্রবীণ সাংবাদিক আজগর আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।