প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
কালিয়ায় নবাগত এসিল্যান্ড সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ।

কালিয়ায় নবাগত এসিল্যান্ড সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ।
মোঃ বাবলু, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৮ মাস পর কালিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শ্রাবণী বিশ্বাস। তিনি গত ১৭ আগস্ট (রবিবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শ্রাবণী বিশ্বাস দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে একটি স্ট্যাটাস দেন, যা উপজেলাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন— “দায়িত্ব গ্রহণের পর থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উপজেলাবাসীর সেবায় কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। অফিসের প্রতিটি কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা বা জটিলতা সরাসরি আমাকে জানালে দ্রুত সমাধানের চেষ্টা করব। জনগণের ভোগান্তি কমানোই আমার প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। গণমাধ্যম জনগণের কথা তুলে ধরে, তাই তাদের সমন্বিত ভূমিকা ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ নবাগত এসিল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বলেন— কালিয়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিদ্যমান। আমরা বিশ্বাস করি, নবাগত এসিল্যান্ড শ্রাবণী বিশ্বাস সততা, ন্যায়পরায়ণতা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন। কালিয়া প্রেসক্লাব সর্বদা ইতিবাচক সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সবসময় প্রশাসনের অংশীদার হিসেবে কাজ করে আসছে। তাই উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সংবাদকর্মীরা গঠনমূলক ভূমিকা পালন করবেন।
সাক্ষাৎকালে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবাগত এসিল্যান্ডের আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে কালিয়ার দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা কমে আসবে। ভূমি অফিসে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং সেবার মান বাড়বে।
সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত এসিল্যান্ড শ্রাবণী বিশ্বাস ও কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা উন্নত, দুর্নীতিমুক্ত ও জনগণবান্ধব উপজেলা গড়তে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY