প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
পটিয়ায় বিসমিল্লাহ পার্কিং উদ্বোধন করলেন সমাজ সেবক দিদারুল আলম।

পটিয়ায় বিসমিল্লাহ পার্কিং উদ্বোধন করলেন সমাজ সেবক দিদারুল আলম।
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তিতা গাজীর বাড়ি এলাকায় গতকাল বিসমিল্লাহ পার্কিং উদ্বোধন করা হয়েছে। পার্কিং উদ্বোধন করেন পটিয়া কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ব্যাবসায়ী মোহাম্মদ আবদুল কুদ্দুস, পার্কিং স্বত্বাধিকারী মুহাম্মদ দিদার, নুরুল আলম, আবুল বশর, টিংকু, মোহাম্মদ জানে আলম,ফয়সাল, জুবায়ের, নুরুল ইসলাম, মাসুদ, নয়ন, জাহেদ প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন তিতা গাজীর বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের নুরী। বিসমিল্লাহ গাড়ি পার্কিং নিরাপদের সময় উপযোগী সিসিটিভি স্থাপন সহ জনবল নিয়োগ করা হয়। যাতে বিশ্বস্ততার সাথে গাড়ি চালক মালিক তাদের আমানত গাড়ি পার্কিং নিরাপদে থাকে। উদ্বোধনকালে সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম বলেন,মানুষ কখনো একা বাস করতে পারে না, আদিকাল থেকেই মানুষ একে অন্যের সঙ্গে মিলেমিশে বা সংঘবদ্ধ হয়ে বসবাস করে আসছে। এভাবেই সৃষ্টি হয়েছে সমাজের। আর সমাজ হলো মানুষের বেঁচে থাকার প্রধান ভিত্তি, সমাজে বসবাসের কারণে সবাইকে কিছু দায়-দায়িত্ব পালন করতে হয়, যাকে বলে সামাজিক দায়িত্ব। তাই আগামী পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হব, সমাজবদ্ধভাবে বসবাস করতে সমাজের শৃঙ্খলার তাগিদে, সামাজিক বৈষম্য দূরীকরণে, মানুষের মাঝে সাম্য গড়ে তুলতে সামাজিক দায়িত্বের গুরুত্ব অপরিসীম মনে করে আগামী পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড বাসীর সেবা করা মানসিকতায় এলাকার জনগণের
মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি, ইনশাআল্লাহ বর্তমান পরিবেশ পরিস্থিতি সুন্দর সমাজ বিনির্মানে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান দিদারুল আলম।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY