প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
ইয়াবাসহ মোল্লাহাটে যুবক গ্রেফতার।

ইয়াবাসহ মোল্লাহাটে যুবক গ্রেফতার।
কবির আহম্মেদ, বাগেরহা্ মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কে মোল্লাহাট থানা সংলগ্ন মা ফ্লিং ষ্টেশনের সামনে খুলনা থেকে গোপাল গজ্ঞ গামী একটি গাড়ি থেকে নেমে মাদক কারবারী মাদক সরবরাহ কালে পুলিশের হাতে গ্রেফতার হয়,
গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানা অফিসার্স ইনচার্জ জনাব ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক কারবারী কে গ্রেফতার করতে সক্ষম হয়,
ধৃত মাদক কারবারীকে তল্লাশী করে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে উদ্ধার করে
তথ্য সুত্রে যানা যায় তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রাতইল গ্রামে
গ্রেফার কৃত ব্যাক্তির নামঃ শহিদুল ইসলাম (৩৫)
পিতা মৃতঃমোহাম্মাদ আলী শেখ
মাতাঃমোসাম্মাাৎ আসমা বেগম
এ বিষয় মোল্লাহাট থানায় মাদক দ্রব আইনে একটি মামলা হয়েছে
মামলা নং০৬
ধারা ৩৬(১) স্বরনি ১০(ক)মাদক দ্রব নিয়ন্ত্রন আইন ২০১৮ তাং১৯-০৮-২০২৫
গ্রেফতার কৃত আসামি কে মোল্লাহাট থানা পুলিশ আদালতে প্রেরন করেছে
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY