প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর জরুরি সভা অনুষ্ঠিত।

পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর জরুরি সভা অনুষ্ঠিত।
মোঃনাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
জেলা প্রেসক্লাব, পটুয়াখালীতে আজ দুপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা এবং সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মসিউর রহমান এছাড়াও সাধারণ সম্পাদক এ জেড মোঃ উজ্জাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে একটি যৌথ বিবৃতির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা অদূর ভবিষ্যতে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY