সম্প্রতি পদুয়ার বাজার এলাকায় একাধিক দুর্ঘটনার ঘটনায় প্রাণহানির পর মহাসড়কের এ ইউটার্নটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প হিসেবে দয়াপুর ইউটার্ন ব্যবহার করলে যান চলাচল আরও নিরাপদ হবে এবং দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিত টহল দেবে।
স্থানীয় পরিবহন মালিক ও চালকরা বলছেন, এই উদ্যোগ সাময়িক অসুবিধা তৈরি করলেও দীর্ঘমেয়াদে দুর্ঘটনা রোধ ও যাত্রী নিরাপত্তায় এটি কার্যকর ভূমিকা রাখবে।