প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2025 ইং
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারসহ ডিএমপির তিন কর্মকর্তার বদলি

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঢাকা, ২৪ আগস্ট: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত ও বিতর্কিত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ তিন পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়।
বদলির আদেশ অনুযায়ী—মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) সংযুক্ত করা হয়েছে। শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।
অভিযোগ ও আন্দোলনকে কেন্দ্র করে আলোচনায় ওসি ইফতেখার
এর আগে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েব করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে থানার সামনে স্থানীয়রা কয়েক দফায় মানববন্ধন করে বিক্ষোভ জানায়।
তবে এই মানববন্ধনের পাল্টা পদক্ষেপ হিসেবে পরবর্তীতে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের সমন্বয়ে ওসির পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও অভিযোগের কারণে ওসি ইফতেখারকে থানা থেকে সরিয়ে ডিবিতে সংযুক্ত করা হয়েছে, যাতে এলাকায় উত্তেজনা ও জনঅসন্তোষ প্রশমিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY