প্রাথমিকভাবে জনতা দাবি করে, ডিআরইউতে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। এ সময় ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী যোগ দেন।
সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
পরে উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে এবং পরে পুলিশে তুলে দেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হবে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একে একে তিনটি গাড়িতে লতিফ সিদ্দিকীসহ বাকিদের তুলে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় এক পর্যায় উত্তেজনা তৈরি হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, অনুষ্ঠানটি মূলত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোল টেবিল বৈঠক।
লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন, কিন্তু কোন ধরনের সহিংসতা হয়নি।