প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
শার্শার বাহাদুরপুর ইউনিয়নে ভারতীয় পানির চাপে প্রাইমারি স্কুল সহ শত শত ঘর বাড়ি পানিবন্দী।

শার্শার বাহাদুরপুর ইউনিয়নে ভারতীয় পানির চাপে প্রাইমারি স্কুল সহ শত শত ঘর বাড়ি পানিবন্দী।
মনিরুল আলম মনির,বেনাপোল।
যশোরেরশার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নে ভারী বর্ষা ও ভারতীয় পানির চাপে প্রাইমারি স্কুল ওশত শত ঘর বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে।
২৮শে আগস্ট, বুধবার বিকালে বাহাদুরপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের সর্বাংহুদা গ্রামে সরজমিনে যেয়ে দেখা যায়,বাচ্চারা ডিঙ্গে নৌকায় যাতাযাত করছেন, এবং গ্রামের প্রাইমারি স্কুলসহ প্রায় ১৫০ টি কাঁচা পাকা ঘর ও রঘুনাথপুর,ঘিবা,ধান্যখোলা,বোয়ালিয়া সহ আরও কয়েকটি গ্রামের শত শত ঘর বাড়ি পানিবন্দী হয়ে আছে। তারা দেড় মাস ধরে অসহায় অবস্থায় জীবন যাপন করছেন।
সর্বাংহুদা গ্রামের ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান জানান , ভারী বর্ষা ও ভারতীয় পানি আসার কারণে বন্যা সৃষ্টি হয়েছে,তবে সর্বাংহুদা গ্রাম সহ কয়েকটি গ্রাম বন্যায় কবলিত পানিবন্দী এলাকার অসহায় মানুষরা এখনো পর্যন্ত কোন সরকারি অনুদান পায়নি।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, সর্বাংহুদা ও রঘুনাথপুর,ঘিবা,এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলার পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে , ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়েছে,এবং বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, লবণ, মশলাসহ আরও অন্যান্য খাদ্য সমগ্র।
তবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না থাকায় দেওয়া সম্ভব হয়নি,তাই পর্যায়ক্রমে সব কয়টি ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী দেয়া হবে। যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY