প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ।

ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ।
নড়াইল প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর’র ওপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৩০আগষ্ট) দুপুরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ।
বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের ওপর যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে।
তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY