প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2025 ইং
মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।

মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।
মোরেলগঞ্জ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়লগঞ্জ মডেল একাডেমির আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো "প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ "।
৩০ আগস্ট, শনিবার সকালে বারইখালি স্টিল ব্রিজ সংলগ্ন মোড়েলগঞ্জ মডেল একাডেমি প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল " মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষার অন্তরায়"।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষ -বিপক্ষে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। কেউ মোবাইল ফোনকে আধুনিক সহায়ক হিসেবে ব্যাখ্যা করলেও অধিকাংশের মতে এর অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সুশিক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আব্দুল গফফার হাওলাদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইকন একাডেমির প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
বিচারকের দায়িত্ব পালন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক ড• ফারহানা ইয়াসমিন এবং ঢাকা ব্রাইট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম মহিদুল ইসলাম।
প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন বিশিষ্ট বিতর্কিক জনাব মোঃ মেজবাহ উদ্দিন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোশারফ হোসেন।
সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা লাবণ্য রায়।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন এ - ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী মনোভাব আত্মবিশ্বাস সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বাড়ায়। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা তৈরিতেও প্রতিযোগিতাটি সময়োপযোগী ভূমিকা রাখবে।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY