
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ অনুযায়ী) সাভার বাজার রোড মিয়া ওয়েল মিল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া)।
সভাপতিত্ব করেন—খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,সিনিয়র সহ-সভাপতি, ঢাকা জেলা বিএনপি এবং সভাপতি, সাভার পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হাজী মো. আবুল হোসেন মোল্লা,
সভাপতি, সাভার পৌর ২ নং ওয়ার্ড বিএনপি ও সাবেক কাউন্সিলর, সাভার পৌর ২ নং ওয়ার্ড।
আয়োজনে ছিল— সাভার পৌর বিএনপি,সাভার থানা বিএনপি,আশুলিয়া থানা বিএনপি,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে দলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।