প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2025 ইং
ইমাম হোসাইনের (রা.) আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে -এম এয়াকুব আলী।

ইমাম হোসাইনের (রা.) আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে -এম এয়াকুব আলী।
পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী:
ইমাম হোসাইনের (রা.) আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন পটিয়া আমির ভান্ডারে কারবালা মাহফিলে এম এয়াকুব আলী।
চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার আহলে বাইতে রাসুল( স:) স্মরণে ১০ দিনব্যাপি শাহাদাতে কারবালা মাহফিলে চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী বলেছেন, ইয়াজিদ বিদ্বেষ ও হিংসায় উন্মত্ত হয়ে হযরত ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি জঘন্য নির্মমতা ও নৃশংসতা দেখিয়েছিল।
ইয়াজিদের পতন হয়েছে। কিন্তু ইয়াজিদি নির্মমতার দৃষ্টান্ত এখনো থামেনি।
বিদ্বেষ বিভেদ বৈরিতা ও হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে হযরত ইমাম হোসাইন (রা.) চর্চিত সর্বজনীন প্রেম ভালোবাসা ও মৈত্রীর আদর্শ গভীরভাবে ধারণ করতে হবে। এ পথেই রয়েছে শান্তি, মুক্তি ও নাজাত।
চতুর্থ দিবসে কারবালা মাহফিলে আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তাফা আমেরী সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নুরুল কবির, মাওলানা এনাম রেজা আল কাদেরী, আল্লামা মঈনুদ্দীন খান মামুন, গাজী আমির হোসেন, মুহাম্মদ সৈয়দ, ডাক্তার রিদোয়ান আজাদ, মজিবুর রহমান, শাহ আলম, নুরুল আলম প্রমুখ।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY