প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2025 ইং
নেছারাবাদের নৌকার হাট ও ছারছীনা দরবার শরীফ পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত।

নেছারাবাদের নৌকার হাট ও ছারছীনা দরবার শরীফ পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত।
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী গতকাল শুক্রবার (১৮ জুলাই) পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন।
সকাল ১১টায় তিনি আটঘরে পৌঁছে দেশের অন্যতম প্রাচীন ও স্বতন্ত্র এ ভাসমান হাটের সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে মুগ্ধতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত ভাসমান নৌকার হাটের নিজস্বতা ও প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করে একে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প ও নদীমাতৃক সংস্কৃতির প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।
নৌকার হাট পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ছারছীনা দরবার শরীফে গমন করেন এবং সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে তিনি মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করেন এবং দরবার শরীফের আধ্যাত্মিক পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন।
রাষ্ট্রদূতের এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দরবার শরীফ কর্তৃপক্ষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের সফর দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনগণ রাষ্ট্রদূতের আগমনে আনন্দ প্রকাশ করেন এবং এই ঐতিহাসিক হাট ও দরবার শরীফ আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY