প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
২০২৪ সালে দিল্লির গোলামির শিকল ভেঙ্গে খান খান করেছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয় -মামুনুল হক।

২০২৪ সালে দিল্লির গোলামির শিকল ভেঙ্গে খান খান করেছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয় -মামুনুল হক।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, হাজারও শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অর্ন্তবর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।
২০২৪ সালে দিল্লির গোলামির শিকল ভেঙ্গে খান খান করেছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়।
শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, অর্ন্তবর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
তিনি বলেন, যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। এ দেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু তিন দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে না।
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানী প্রমুখ।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY