প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
অবশেষে দখলমুক্ত হলো দীর্ঘদিন বে-দখলে থাকা পাঁচবিবি প্রাণি সম্পদের জমি।

অবশেষে দখলমুক্ত হলো দীর্ঘদিন বে-দখলে থাকা পাঁচবিবি প্রাণি সম্পদের জমি।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘদিন ধরে বে-দখলে থাকা উপজেলা প্রাণিসম্পদের ১০১ 'শতক জমি অবশেষে দখলমুক্ত করা হলো। কোটি টাকার এ সম্পদ দীর্ঘদিন যাবত অন্যরা ভোগ দখল করে রেখেছিল।
রোববার দুুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব সম্পত্তি দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
তিনি সরেজমিনে সরকারি আমিন দ্বারা মাপযোগ করে এই সম্পত্তি উদ্ধার করেন।
এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী,ভেটেরিনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী, মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম ও ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলামসহ এলাকার সুধীজনের উপস্থিত ছিলেন।
উপজেলার মোহাম্মদপুর ইউপির বিনধারা মৌজার ২৭৮ নং দাগের ১০১'শতক প্রাণিসম্পদের জমিটি ৩০/৩৫ বছর ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ লীজ প্রদান করে আসছিল।
লীজের টাকা পরিষদ কোষাগারে জমা হতো না। বিষয়টি জানার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বে-দখল জমিটি দখলমুক্ত করতে উদ্যোগ নেন।
বিষযটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিঁনি সহকারী কমিশনারকে প্রাণিসম্পদের বেদখল সম্পত্তি উদ্ধারের নির্দেশ দেন।
সাবেক চেয়ারম্যান ও কলেজ শিক্ষক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি যে উপজেলা প্রাণিসম্পদের না জানার কারণে পরিষদের মাধ্যমে লীজ দেওয়া হতো।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, প্রাণিসম্পদের সম্পত্তিটি বেদখল ছিল। ইউএনও নির্দেশনায় সহকারী কমিশনারের মাধ্যমে আজকে উদ্ধার করা হলো।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY