প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
নড়াগাতীর উত্তর ডুমুরিয়ায় পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু।
নড়াগাতীর উত্তর ডুমুরিয়ায় পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু।
চৌধুরী জুয়েল রানা, বিশেষ প্রতিনিধিঃ
নড়াইল জেলার নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে পুকুরের পানিতে ডুবে আমেনা খানম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা খানম দুপুরে বাড়ির পাশে খেলা করছিল।
একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে দুপুরে খেলার ছলে বাইরে যায়, একটু পরেই আর দেখতে পাই না।
আমরা ভাবতেও পারিনি, এমন দুর্ঘটনা হবে।
শিশুটির অকাল মৃত্যুতে পুরো উত্তর ডুমুরিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াগাতী থানার উপ পরিদর্শক (SI) আব্দুল আজিজ ঘটনাস্থলে যায় এবং সংবাদকে সত্যতা নিশ্চিত করেন।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY