প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2025 ইং
শ্রমীকলীগের সাবেক সাধারন সম্পাদক বেনাপোলে আটক।

শ্রমীকলীগের সাবেক সাধারন সম্পাদক বেনাপোলে আটক।
মসিয়ার রহমান কাজল,বেনাপোলঃ
ভারতে যাওয়ার সময় বাগেরহাট সদর থানার সাবেক শ্রমীকলীগ এর সাধারন সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনির (৫৫) বেনাপোলে ইমিগ্রেশনে আটক হয়েছে।ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার ডাটাবেজ যাচাইয়ের সময় বাগেরহাট সদর মডেল থানায় মামলা পায়।এসময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার ২৪ জুলাই বিকাল সাড়ে ৫ টার সময় তাকে আটক করে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় মনির হোসেন ভারতে যাওয়ার সময় তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে ইমিগ্রেশন পুলিশের কাছে পাসপোর্ট দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাসপোর্ট নিয়ে তার ডাটাবেজ যাচাই করে। এসময় তার নামে বাগেরহাট সদর থানায় মামলা পাওয়াযায়। যার মামলা নং-২১/৩০৫তারিখ-২২/১০/২০২৪,ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩০৭/৩৮৬/৫০৬ (২) পেনাল কোড ১১৪ ।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি জানান, ভারতে গমনকালে প্রতিটি যাত্রীদের যাচাই বাছাই করে পাঠানো হয়। মনির হোসেন এর পাসপোর্ট তেমনি যাচাইবাছাইয়ে তার নামে মামলা পাওয়া যায়। তাকে বেনাপোল পোর্ট থানায় সপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন এমন একজন যাত্রী ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় দিয়েছে। তার নামে যেহেতু বাগেরহাট থানায় মামলা রয়েছে তাকে ওই থানায় হস্তান্তর এর প্রক্রিয়া চলছে।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY