প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2025 ইং
তারাকান্দা থেকে ১০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১।

তারাকান্দা থেকে ১০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১।
মকবুল হোসেন, ময়মনসিংহঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে তারাকান্দা থানাধীন কাশিগঞ্জ বাজারস্থ এলাকায় ময়মনসিংহ টু নেত্রকোনা সড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশী করে ২৭ জুলাই, রবিবার দুলাল কুমার বর্মন (৩৫), পিতাঃ বাচিন্দ্র কুমার বর্মন, মাতাঃ মিনতি রানী, সাং- পঞ্চাননপুর, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনাকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসা কাজে ব্যবহৃত ২টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
অতঃপর উপ পরিদর্শক জনাব মোঃ আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে তারাকান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY