প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2025 ইং
বন কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ জাতীয় পুরস্কারে ভূষিত।

বন কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ জাতীয় পুরস্কারে ভূষিত।
সাতকক্ষিরা প্রতিনিধিঃ
বৃক্ষরোপণ অভিযানে টানা তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলেন সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার জিএম মারুফ বিল্লাহ।
গতকাল ২৭শে জুলাই ঢাকা আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডা. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব খাইরুল হাসান ।
প্রধান অতিথির নিকট থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী “চ”শ্রেণীর তৃতীয় স্থান লাভ করে। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলো সাতক্ষীরা সামাজিক বন বিভাগ।
জিএম মারুফ বিল্লাহ জানান, এ পুরস্কার সাতক্ষীরাবাসীর। আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি সময় অনুযায়ী অব্যাহত থাকবে। আগামীতে প্রথম স্থান অধিকার করতে পারি সে অনুযায়ী কাজকে এগিয়ে নিয়ে যাব। সাতক্ষীরা কে সবুজায়নে ভরে দিতে চায়। বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ।আমরা একটু সচেতন হলে সবুজ বাংলাদেশ গড়া সম্ভব।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY