প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2025 ইং
পটিয়ায় পুর্বশত্রুতার জেরে মোবাইলে হুমকির অভিযোগ।

পটিয়ায় পুর্বশত্রুতার জেরে মোবাইলে হুমকির অভিযোগ।
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড সিরাজ মুন্সির বাড়িতে পুর্বশ্রুুতার জের ধরে চাচাতো ভাই কতৃক ওসমান গণী নামে এক ব্যাক্তিকে মোবাইলে ও নানানভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই দুপুরে।
এ ব্যাপারে ভুক্তভোগী ওসমান গণী বাদী হয়ে একই বাড়ির মোহাম্মদ ইউনুছ এর পুএ মোঃ মনির হাসান প্রঃ মিঠু (৪০), বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।
অভিযোগ সুএে জানায় যায়, বিবাদী মনির হাসান মিঠুর সাথে বাদী ওসমান গণীর সাথে মৌরশী জায়গা নিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া বিবাদী বিভিন্ন তারিখ ও সময় ওসমান গণী কে নানা ধরনেরভয়ভীতি প্রদর্শনসহ হুমকি-ধমকি দেয়।
তারই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই দুপুর দুই ঘটিকার সময় বিবাদী পূর্ব শত্রুতার জের ধরে ০১৮৩৯-৬২০০৯ হইতে ওসমান গণীর ব্যবহৃত মোবাইল ০১৮১১-৮১১৫০৮ ফোন করে হুমকি দেন।
ওসমান গণী জানান, বিবাদী আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে দেখে নিবে, মারিবে, কাটিবে, মিথ্যা মামলায় জরিয়ে হয়রানী করিবে এবং সুযোগমত একা পাইলে প্রাণনাশ করিবে।
এ ব্যাপারে ভুক্তভোগী ওসমান গণী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY