
শ্রী নুপুর এখন লামিয়া আক্তার।
মোঃ মাহবুবুর রহমান সোহেল,
স্টাফ রিপোর্টারঃ
এক সময় ছিলেন অন্য ধর্মের অনুসারী। আজ তিনি শান্তি, পরিচ্ছন্নতা ও আত্মিক মুক্তির পথে যাত্রা শুরু করেছেন। শ্রী নুপুর বালা, যিনি ইসলাম গ্রহণের পর হয়েছেন লামিয়া আক্তার নুসো, তার জীবনে আজ এক গৌরবময় অধ্যায়ের সূচনা।
তিনি বলেন, "ইসলাম আমাকে সেই প্রশান্তি দিয়েছে, যা আমি বহু বছর ধরে খুঁজছিলাম। এ সিদ্ধান্ত আমার আত্মার সিদ্ধান্ত, কারও চাপ নয়, কেবলই আমার হৃদয়ের ডাক। এই ঘোষণা শুধু একটি দলিল নয়, এটি এক আত্মার নবজন্ম। সেই মায়াবী আলোয় উদ্ভাসিত এক সাহসিক নারীর নবতর যাত্রার নিদর্শন।"
দলিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: তিনি একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ, বিবেকবান নাগরিক হিসেবে পূর্ণ স্বাধীন ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁর নতুন নাম লামিয়া আক্তার নুসো।
তিনি এখন মুসলিম সমাজের একজন সম্মানিত সদস্য হিসেবে জীবনযাপন করছেন। স্বামী আরিফ হোসেন-এর সহধর্মিণী হয়ে শুরু করেছেন নতুন জীবনের দিগন্ত জোড়া যাত্রা।
ইসলামের প্রতি তার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও আত্মিক আত্মসমর্পণ কেবল তাকে বদলে দেয়নি — বরং ধর্মীয় সহনশীলতা, আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের স্বাধীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
লামিয়া আক্তার নুসো বলেন, ইসলামের শিক্ষা, সৌন্দর্য ও মানবিকতা আমার চিন্তার জগৎ পাল্টে দিয়েছে। কুরআনের আয়াত আমাকে বারবার তৃপ্ত করেছে, চোখে জল এনে দিয়েছে। আমি পেয়েছি আত্মার মুক্তি।
তার পরিবর্তন কেবল একটি নামের নয়, এটি একটি মননের, একটি অন্তর্জাগতিক রূপান্তরের, যা আজ অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করবে:
কীসের ভিত্তিতে আমরা বেঁচে আছি? আত্মা কি শান্তি খুঁজে পেয়েছে? এই সাহসী নারীর সিদ্ধান্ত শুধু তাকে নয়, সমাজকেও আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বিশ্বাসের স্বাধীনতা ও সহনশীলতার পথে।
প্রতিটি মুসলমানের হৃদয় আজ গর্বিত। কারণ লামিয়া আক্তার নুসোর মত একজন আত্মবিশ্বাসী নারী বুঝেছেন, ইসলাম একটি আলোর ধর্ম, যেখানে নেই কোনো জোর, নেই কোনো ভয়, কেবল আছে আত্মিক পরিশুদ্ধি ও চিরন্তন শান্তি।
ধর্ম হৃদয়ের ডাকে আসে, সমাজের চাপে নয়, এই বার্তায় অনুপ্রাণিত হোক প্রতিটি অনুসন্ধানী হৃদয়।
তাঁর ব্যক্তিগত বিবরণঃ পূর্বনাম: নুপুর বালা, বর্তমান নাম: লামিয়া আক্তার নুসো। বর্তমান ধর্ম: ইসলাম, স্বামীর নাম: আরিফ হোসেন। ঘোষণার স্থান: গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। ঘোষণার তারিখ: ২৮ জুলাই, ২০২৫ইং
এসময়/