প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2025 ইং
গাজীপুরে সাংবাদিকএর মোটরসাইকেল চুরি।

গাজীপুরে সাংবাদিকএর মোটরসাইকেল চুরি।
মোঃ মাহবু্ুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন-এর ব্যক্তিগত মোটরসাইকেলটি চুরি হয়েছে গাজীপুর চৌরাস্তার রহমান শপিংমল-এর সামনে থেকে।
জানা যায়, গতকাল বিকেলে তিনি জরুরি কাজে রহমান শপিংমল এলাকায় যান। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যবহৃত Loncin GP ১৬৫ মডেলের কালো রঙের মোটরসাইকেল (নাম্বার: ঢাকা মেট্রো-ল ৬০-৭৬০৯) বাইকটি চুরি হয়ে যায়।
ঘটনার পর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, "এটি শুধুমাত্র একটি বাইকের চুরির ঘটনা নয়, বরং এটি নাগরিক নিরাপত্তার বড় সংকেত। আমি অত্যন্ত মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বাইকটি উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।"
কেউ বাইকটির সন্ধান পেলে ০১৩১৭-৫০৮৬৫০ নম্বরে যোগাযোগের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, "চুরি, ছিনতাই, রাহাজানি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকার পতনের পর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা জরুরি।"
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। সাংবাদিকদের পাশে, সবসময়।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY