প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
গফরগাঁওয়ে ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন যুবক।

গফরগাঁওয়ে ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন যুবক।
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ঢাকা ময়মনসিংহ রেলপথে ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহ অভিমুখী মহুয়া কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন হয়েগুরুতর আহত হলো মাসুম বিল্লাহ(২৮)নামে এক ট্রেন যাত্রী। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।
১ আগস্ট, শুক্রবার দুপুর বারোটা গফরগাঁও রেল স্টেশনে কমিউটার মহুয়া টেনে এ দুর্ঘটনাটি ঘটে।
জেলার হালুয়াঘাট উপজেলার গাউছিয়া এলাকার মোহাম্মদ অলিউল্লাহর ছেলে মাসুম বিল্লাহ (২৮) ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে চলতি টেনে উঠতে গিয়ে পড়ে যান তিনি । এসময় ট্রেনের নিচে পড়ে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হওয়ায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।
গফরগাঁ রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, কমিউটার মহুয়ার ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয় মাসুম বিল্লাহ।
পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে আহত মাসুমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY