প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2025 ইং
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর গাজীর কবর জিয়ারত করলো ছাত্র অধিকার পরিষদ গলাচিপা শাখা।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর গাজীর কবর জিয়ারত করলো ছাত্র অধিকার পরিষদ গলাচিপা শাখা।
নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে পটুয়াখালীর গলাচিপার কৃতি সন্তান শহীদ সাগর গাজীর কবর জিয়ারত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখা।
গত ৫ আগস্ট উত্তরা ট্র্যাজেডিতে শহীদ হওয়া ছাত্রনেতা সাগর গাজীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সংগঠনটি। এ সময় নেতারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে অধিকার ও স্বাধীনতা পেয়েছি, তা রক্ষা করতে আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।”
জিয়ারতকালে উপস্থিত ছিলেন- সভাপতি: আরিফ বিল্লাহ; সহ-সভাপতি: তারিকুল ইসলাম মুন্না; সহ-সভাপতি: মেহেদী হাসান; সাধারণ সম্পাদক: তাওহীদ ইমরান; যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল ইসলাম রাব্বি; সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান রাব্বি; সহ-সাংগঠনিক সম্পাদক: হুমায়ুন কবির রুবেল ও অর্থ সম্পাদক: রাজিব মৃধা প্রমূখ।
এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ: আরাফাত, হামিম, সায়েম রেজা, নিজাম উদ্দিন ও তুহিনসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন ।
এসময় ছাত্রনেতারা বলেন, “শহীদ সাগর গাজীর আত্মত্যাগ আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। তার রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY