প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2025 ইং
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বীর শহীদদের আত্মত্যাগের স্মরণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অনন্য গৌরবময় দিন ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস"-এ জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।
জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সম্মেলন, পথশিশুদের মাঝে পোশাক বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা জামায়াতে ইসলামীর আমির জনাব ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ
আলোচনা সভায় বক্তারা বলেন, "জুলাই মাস শুধু একটি সময় নয়—এটি বাংলার গণজাগরণ ও স্বৈরশাসনের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক। এ মাসে যারা প্রাণ দিয়েছেন, তারা চিরস্মরণীয়।"
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY